|
---|
আজহারউদ্দিন : খানাকুলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান। হুগলির আরামবাগ লোকসভা খানাকুলের নতিব পুর ২নম্বর অঞ্চল বিজেপি থেকে মাথা ন্যাড়া করে ৬জন ও প্রায় হাজার জন মানুষ বিজেপি সিপিএম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জয়েন করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ লোকসভা সাংসদ অপরুপা পোদ্দার,এছাড়া ও উপস্থিত উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, সহ অন্যান্য তৃণমূল ও নেতৃত্ব কর্মীবৃনদ। সাংসদ অপরূপা পোদ্দার বলেন কিছু মানুষকে ভুল বুঝিয়ে দলে গিয়েছিল, তারা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সাথে সর্বদা আছেন। গোটা মহাকুমা জুড়ে এখন শুধু দল বদলের অপেক্ষা কারন সকলেই ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস যোগদান করেন এবং আগামী দিনে মমতা ব্যানার্জি র হাত শক্ত করতে উন্নয়নে সামিল হয়ে মানুষের জন্য কাজ করতে চাই বলে জানান বিজেপি ছেড়ে আসা তৃণমূলে যোগদান কর্মীরা।