|
---|
আজাহারউদ্দিন: করোনা ভাইরাস একটু স্বাভাবিক হতে নতুন বছরকে স্বাগত জানাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল খানাকুলে । হুগলি জেলার খানাকুলের সবচেয়ে পুরানো ঐতিহ্যশালী ক্লাব ঝোড়ুয়া এভারগ্রীন স্পোটিং ক্লাব,এই ক্লাব এর পরিচালনায় চারদিন ধরে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে এই ফুটবল খেলা দেখতে প্রচুর মানুষ যোগদান করে।খেলোয়ারদের উৎসাহ দিতে হাজির ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম, পূর্ত কর্মাধ্যক্ষ নূরনবী মন্ডল, কর্মাধ্যক্ষ আলী হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই, খানাকুলের ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, ক্লাব এর সম্পাদক সেখ লিয়াকত হোসেন, সভাপতি সেখ আনোয়ারুল ইসলাম, সঞালক সেখ সাহাবুদ্দিন ও ক্লাব এর সম্মাননীয়সদস্য বৃন্দ সহ বিশিষ্টজনেরা।