|
---|
সেখ নূর ইসলাম (রনি) : হুগলির খানাকুলের মাড়োখানা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চারদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।এর পাশাপাশি রক্তদান শিবির,দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ,মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান, অঙ্কন প্রতিযোগিতা ও গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক, হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, সাংসদ অপরুপা পোদ্দার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তুনু ব্যানার্জী,চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম,প্রাক্তন জাতীয় ফুটবলার বিকাশ পাজী, প্রাক্তন জাতীয় গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলী, এস ডি পি ও অভিষেক মন্ডল, রামকৃষ্ণ মিশনের মহারাজ,খানাকুল পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা, মাড়োখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিয়ার রহমান বাপি, ৃস্থানীয় উপপ্রধান সেখ আব্বাস ও প্রশাসনিক আধিকারিক সহ সমাজের বিশিষ্টজনেরা। ফাইনাল মুখোমুখি হন কালনা পারিজাত ফুটবল ক্লাব বনাম মেমারী ফুটবল অ্যাকাডেমি। উইনার্স হন খালনা পারিজাত ক্লাব রানার্স হন মেমারী ফুটবল অ্যাকাডেমি।উল্লেখ এই সোসাইটির উদ্যোগে সারা বছর ধরেই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান কাজ করে থাকে।আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই এই সোসাইটির কর্মকর্তাদের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।