|
---|
আজহারউদ্দিন : আসন্ন ঈদ উপলক্ষে হুগলির খানাকুলে ব্লকে সমস্ত ইমাম মোয়াজ্জেনদের নিয়ে প্রশাসনিক বৈঠকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি জয়ন্ত কুমার পাল,বি ডিও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক রাঙা,সমিতির সভাপতি ঝুমা বাগ, সহ বিশিষ্টজনেরা। সকলেই বলেন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ পালন করুন, মাস্ক, সানিটাইজারী ব্যবহার করবেন এই আবেদন সকলের কাছে রাখেন প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এছাড়া ও আরামবাগ রবীন্দ্রভবনে ঈদ উপলক্ষে শহরের ইমাম মোয়াজ্জেন দের নিয়ে করোনা ভাইরাস ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ পালন করার আবেদন জানান আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী, প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা।