|
---|
সংবাদদাতা : হুগলির খানাকুল থানার ঘোষপুর খান পাড়া ও মসজিদ কমিটির উদ্যোগে ইসলামিক জলসা অনুষ্ঠিত হল ও সন্ধ্যার পর কেরাত নাত গজল পরিবেশন হয়।অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ মাওলানা মাহমুদুর রহমান কাসেমী,আলহাজ্ব মাওলানা খন্দকার আবু শরীফ,মাওলানা খলিলুর রহমান, হাফেজ জাহিদুল ইসলাম,লোকপ্রিয় মার্বেল এর কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী সাদেক আলী খান, আরামবাগ গালর্স কলেজের অধ্যাপক হাসমত আলী খান, আইনেল কলেজের কর্ণধার বাদশা আলী খান, সহ অন্যান্য ধর্মীয় আলেমগন সহ সমাজের বিশিষ্টজন। সকলেই কুরআন ও হাদিসের ওপর বিজ্ঞান বিভাগের ওপর গুরুত্ব আলোচনা করেন। বিশ্ব শান্তি মানব কল্যাণের জন্য দুয়ার মজলিস সমাপ্ত ঘটে।