খানাকুলে নন্দনপুর ফুটবল ময়দানে তৃনমুলের জনসভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নুর মোহাম্মদ, খানাকুল , হুগলির খানাকুলে তৃনমুল কংগ্রেসের উদোগে নন্দনপুর ফুটবল ময়দানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও দলিত খুন , ধর্ষণ কৃষক মারা বিল এর বিরুদ্ধে প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন শ্রীরামপুরে লোকসভার তথা বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দোপাধায় , এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দলীপ যাদব , আরামবাগ লোকসভা সাংসদ অপরূপা পোদ্দার , হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সাধারন সম্পাদক তথা খানাকুলের দাপুটে নেতা মুন্সী নজিবুল করিম , হরিপাল বিধায়ক বেচারাম মান্না , হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি , শিক্ষা কর্মাধ্যক্ষ ড. গোপাল রায় , খানাকুল পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আলী হোসেন , ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী , যুব সভাপতি দীনেশ রানা , খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি দুখীরাম দোলুই , পূর্ত কর্মাধ্যক্ষ নূরনবী মন্ডল ময়না , ব্লক সভাপতি অসীম সানকি , সহ খানাকুল বিধানসভার সমস্ত দলীয় কর্মী ও নেতৃত্ববৃন্দ।

    শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দোপাধায় তার বক্তব্য বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি লাল শালু টাঙিয়েছে , তাতেই দিশেহারা বিজেপি । রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের বিকল্প হিসাবে বাংলায় সাড়ে সাত কোটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করেছে যার মাধ্যমে রাজ্যের প্রতিটা মানুষের বিনামূল্যে সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালে ও চিকিৎসা পাবেন । বাংলার উন্নয়নের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে , সর্বদাই মানুষের জন্য কাজ করছে , আর বিজেপি সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে ।
    মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে । জেলা সভাপতি দলীপ যাদব বলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সাথে সর্বদা আছেন বলে জানান। সভায় এদিন মুন্সী নজিবুল করিমের নেতৃত্বে জনসমুদ্র পরিনত হয় নন্দনপুর ফুটবল ময়দান। তিনি বলেনঃ ” আজ প্রমান হল, খানাকুলের মাটি তৃণমূলের মাটি, মমতা ব্যানার্জির মাটি , এখানে কোন সাম্প্রদায়িক দলের স্হান নেই ,আগামী বছরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে উন্নয়নে সামিল হয়ে মানুষের জন্য ঐক্যবদ্ধ হযে কাজ করব ” বলে জানান খানাকুল দাপুটে নেতা তথা জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম।