|
---|
সংবাদদাতা : হুগলির খানাকুলের ঘোষপুর হাটতলা থেকে পিলখা পর্যন্ত সাইকেল মিছিল হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রমাগত পেট্রোল ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই সাইকেল মিছিল বলে জানানস্থানীয় প্রধান সেখ হায়দার আলী।তিনি বলেন সাধারন গরীব খেটে খাওয়া মানুষ আজ নাভিশ্বাস হচ্ছে। একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মিছিল। এই মিছিলে পা মেলান ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী,এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ বাগ, গৌরাঙ্গ ব্যানার্জি, লিয়াকত আলী খাঁন,বিমল মালিক,উৎপল খামরুই, সাহাবুদ্দিন চৌধুরী, ডঃ লুৎফর মিদ্দা , সঞ্জয় সামন্ত,গুলজার খান, নজরুল ইসলাম সহ তৃনমৃল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।