খনি-শিল্পাঞ্চলের নিমশায় কবি নজরুল শ্রদ্ধা – স্মরণ

নিজস্ব সংবাদদাতা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি চুরুলিয়ার নিকট কবির স্মৃতি ধন্য নিমশায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে কবি নজরুল সংঘের উদ্যোগে পালিত হল কবির জন্মজয়ন্তী। নিমশা হাটতলায় কবি নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সংঘের সভাপতি সেখ ফজলে করিম, সম্পাদক বাপ্পা কাজী, সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী ও বহু নজরুল অনুরাগী মানুষ। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মান্য করা হয়।সংঘের সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, লকডাউনের পরিস্থিতিতে দূ:স্থ মানুষের অবস্থা দেখে কবির স্বপ্নের বাস্তবতা আজ অনূভূত হচ্ছে। নিমশায় ইদের জাঁক এবার কম হলেও নজরুল জয়ন্তী তা অনেকটা পূরণ করে দিয়েছে বলে জানালেন স্থানীয় মানুষ। নিমশার প্রবীণ ব্যক্তি কাজী হাসেম আলী জানান, কবি নজরুল চুরুলিয়া থেকে নিমশা পায়ে হেঁটে আসা যাওয়া করতেন। এবং দীর্ঘ দিন এখানে কাটিয়েছেনও। বলাবাহুল্য, কবি নজরুল কে ভোলেননি নিমশার মানুষ। কবিকে তাঁরা আজও আপনজনই ভাবেন।