মাইনান সেবা সংগঠনের পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান ও দুঃস্থদের কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা : হুগলী জেলার খানাকুল থানার অন্তর্গত মাইনান সেবা সংগঠনের পরিচালনায় ও বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন ও শেখ মনির উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্ম বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান ও দুঃস্থদের কম্বল বিতরণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ট্রাই সাইকেল বিতরণ। অনুষ্ঠান সভাপতি ছিলেন ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল ইসলাম। তিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন সাহেবকে। তিনি সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু সুচারুরূপে পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মাননীয়া অপরুপা পদ্দার।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক জনাব শেখ হাসান ইমাম সাহেব। তিনি তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য পরিবেশন করেন,গৌরহাটি রামকৃষ্ণ মঠের মহারাজ প্রাণারামানন্দ মহারাজ,খানাকুল থানার এস আই মাননীয় তাপস বাবু,খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ নইমুল হক, নবাবিয়া মিশন এর সম্পাদক সাহিদ আকবর,বিশিষ্ট সমাজসেবী জনাব সৈয়দ আলী রেজা ও শেখ ফিরোজ আহমেদ সাহেব। পঞ্চায়েত সদস্য শ্রী শীতল খাঁ, শিক্ষক শেখ আজগার ইমাম, শেখ হাসিবুল হক, মাওলানা ইসা হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
করোনা বিধি মেনে সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে পরিচালিত হয়।