|
---|
আজাহার উদ্দিন : বিশ্ব নবী হজরত মুহাম্মদ স,এর অবমাননার বিরুদ্ধে ও বিজেপির মুখপাত্র নূপুর শর্মার গ্রেফতার এর দাবীতে উত্তাল হয়ে উঠল হুগলির খানাকুল সহ বিস্তীর্ণ এলাকা।এদিন ঘোষপুর হাটতলা থেকে রামপ্রসাদ মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এই মিছিলে সকলেই পা মেলান, স্লোগান ওঠে নূপুর শর্মার গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তির দাবী জানান, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় ।হজরত মুহাম্মদ স, কে নিয়ে নূপুর শর্মা যে কুরুচিপুর্ন মন্তব্য করেছে তার ঢেউ সারা বিশ্বে আছড়ে পড়েছে।এই প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতি দিন এবং নূপুর শর্মার গ্রেফতার করুক। এই ধিক্কার মিছিলে অংশ নেন মাওলানা ইয়াসিন আল হাবিবী,মাওলানা আমিরুল ইসলাম মাজহারী, মাওলানা কাজী মিরাজুল ইসলাম, আইনজীবী খন্দকার সঈদ উদ্দিন, জমিয়ত উলামার হিন্দের আজিজুল মল্লিক, সেখ হাসান, সেখ দাস্তগীর,কাজী মহিউদ্দিন,নিয়াজ, আলী,সহ স্থানীয় মসজিদের ইমাম মোয়াজ্জেম,মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ সকলেই এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেন।প্রশাসনিক যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন।