|
---|
আজাহারউদ্দিন : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে হুগলির খানাকুলে রামনগরে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি দলীপ যাদব, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু ব্যানার্জি,খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ন ইমুল হক রাঙা, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, ব্লক সভাপতি অভিজিত্ বাগ, যুব সভাপতি মতিয়ার রহমান বাপি, তৃণমূল নেতা অসিত সিংহ রায়, প্রধান সেখ হায়দার আলী, আলি হাসান, সেখ সাকিম ,ঘোষপুর অঞ্চলের যুব সভাপতি সেখ সানি রাজ লাল,
সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ তৃনমুল নেতৃত্ব কর্মীবৃন্দ। জেলা নেতৃত্ব বলেন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র হাত শক্ত করতে ও উন্নয়নে সামিল হয়ে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা দেখা, এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা ।পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসব পালন করুন এই আবেদন সকলের কাছে জানান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।