|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ খাঁড়ো যুবক সংঘের ফুটবল মাঠে ১৪বছরের নিচে ছেলেদের একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। আমাদপুর ফুটবল একাডেমী বনাম খাঁড়ো যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমী মেমারীর মধ্যে।মনিপুরি কোচ Thangjam Hemanta ও মনিপুরি ১৩ বছরের খেলোয়াড় Korounganba সহ মেমারী ৪–০গোলে জয়ী হয়।হ্যাট্রিক সমেত ৪টি গোল ই করে মনিপুরের খুদে খেলোয়াড় korounganba।ভবিষ্যতে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা আবাসিক শিবিরে থেকে দুবেলা কঠোর অনুশীলনের মধ্যে নিজেদের গড়ে তুলছে।এলাকার মানুষ ও ক্রীড়াপ্রেমিক মানুষের আশিব্বাদ ও সহযোগিতায় কোচিংক্যাম্প দিনদিন এগিয়ে চলেছে। আমাদের আশা আগামী দিনে এখান থেকেই অনেক বড় মানের খেলোয়াড় প্রতিষ্ঠীত হবেই।