|
---|
রায়দিঘী:নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী বিধানসভার মথরাপুর ২ নম্বর ব্লকের খাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও সমাজসেবীরা।
রক্তদান শিবিরে বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাশয় উপস্থিত হয়ে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, যে কোনো কাজই মহৎ কাজ তৃষ্ণার্তকে জল দান, অন্নহীনে অন্ন দান, গৃহহীনকে আশ্রয়দান, আর মুমূর্ষুকে রক্তদান,,, এর চাইতে বড় কর্ম আর কিছু নেই, তাই রক্তদানের আরেক নাম জীবন দান, আরো বলেন অতিরিক্ত গরমে রক্ত সংকট দেখা দিয়েছে, আর সেই রক্তের সংকট মেটাতে খাড়ী অঞ্চলের পক্ষ থেকে এত বড় এই মহৎ কাজ আমি ধন্যবাদ জানাই রক্তদাতাদেরকে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গদের কে এবং বিশিষ্ট সমাজসেবীদেরকে। এই রক্তদান শিবিরে 200-র অধিক রক্তদাতা রক্ত দান করেছেন বলে জানা যায়।
রায়দিঘী থেকে নুরউদ্দিন রিপোর্ট নতুন গতি।