খতমে বুখারীর বরকত পূর্ণ মজলিস অনুষ্ঠিত হয় শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুমে

হাওড়া: “খতমে বুখারী ও দস্তারবন্দী জলসা” পশ্চিমবঙ্গের অন্যতম এবং হাওড়া জেলার শীর্ষস্থানীয় একটি প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শালুকপাড়া মাদ্রাসা আশরাফুল উলুম।

    গত ৫ই মার্চ শুক্রবার আসরের নামাজান্তে খতমে বুখারীর বরকত পূর্ণ মজলিস অনুষ্ঠিত হয় এবং বুখারী শরীফের সমাপনী পাঠ দান করেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র অধ্যাপক হযরত মাওলানা মুফতি ওসমান গনি সাহেব এবং মাগরিবের নামাজের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের সদস্য হযরত মাওলানা আবু তালেব রহমানি সাহেবের জ্ঞানগর্ভ বক্তৃতার মাধ্যমে ঐদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। ৫ই মার্চ ২০২২ শনিবার বাৎসরিক জলসা অত্যন্ত আড়ম্বরের সহিত পালিত হয়। দাওরায়ে হাদিস থেকে ফারেগ ৩১ জন এবং ১৭ জন হাফেজ মোট ৪৮ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। জলসায় আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা আঃ সুবহান সাহেব (আষাম), মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি ওবায়দুল্লাহ সাহেব প্রমূখ। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাড়া দুর দুরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম ও বিশিষ্ট সমাজ সেবি জনাব জুলফিকার আলী মোল্লা (সভাপতি শ্যামপুর ২) ও শুভ বুদ্ধিজীবি ব্যক্তিবর্গ । সম্পাদকীয় ভাষন রাখেন জনাব হাঃ আব্দুল হামিদ সাহেব এবং বাৎসরিক রিপোর্ট পেশ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (নাজিম) জনাব মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব। সর্ব শেষে বক্তব্য রাখেন এবং দোওয়ার দ্বারা মজলিস সমাপ্ত করেন মুফতি আজম হোসেন সাহেব।