|
---|
খেজুরী, পূর্ব মেদিনীপুর… শনিবার ৭৫ তম স্বাধীনতা দিবসের সকালে কুঞ্জপুর ব্যাড ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ রাসবিহারী দাস । এরপরে ক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির সূচনা করেন ক্লাবের ভূমিদাতা বীরেন সাঁতারা । বৃক্ষরোপণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খেজুরি হেরিটেজ সমিতির সহ: সম্পাদকদ্বয় সুমন নারায়ণ বাকরা ও সুদর্শন সেন । কুঞ্জপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী দুনিয়া খালের পাড় বরাবর ২০০টি চারা গাছ লাগানো হয়। বছরভর আরো ২০০০টি গাছ লাগানোর অঙ্গীকার করা হয়। বিকালে সৌরভ দাস স্মৃতি অঙ্কন প্রতিযোগিতায় দু’টি বিভাগে অংশগ্রহণ করেন ৭৫জন প্রতিযোগী।