|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি স্টেডিয়ামের মাঠে খেলা হবে দিবসের প্রদর্শনী ম্যাচ করা হয়। পৌরপ্রধান একাদশ বনাম পৌরকর্মী একাদশ দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় ২-০ গোলে পৌরপ্রধান একাদশ জয়ী হয়। খেলার মাঠে কাউন্সিলর ও পৌরকর্মীবৃন্দ সকলেই মাঠে নামেন। উপস্থিত ছিলেন পৌর প্রধান স্বপন বিষয়ী, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, কাউন্সিলর শেখ ইউসুফ, সোনালী বাগ, বাপি ব্যানার্জী, কাশ্মীরা বেগম, বিলকিস বেগম, তাপস পাল, ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনের যুব কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।