পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে খেলা দিবস উদযাপন

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ভারতের স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তি এবং সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক-২০২০ তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে খেলা দিবস পালন করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন নিবন্ধক তপন দত্ত। একই সঙ্গে ষোলজন ফুটবল শহীদের স্মৃতিতে এই খেলা দিবসে প্রদর্শনী ফুটবল ম‍্যাচে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত টিম ও বিভিন্ন কলেজের ফুটবলারদের নিয়ে গঠিত টিম। বিশ্ববিদ্যালয় দল টাইব্রেকারে কলেজ ফুটবলারদের নিয়ে গঠিত দলকে পরাজিত করে।

    শুরুতে দু’দলের খেলোয়াড়দের উত্তোরীয় পরিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের অর্থ আধিকারিক শুভ্রা চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের আহবায়ক অধ্যাপক অনির্বাণ সরকার, ক্রীড়া পর্ষদের সদস্য তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, প্রাক্তন জাতীয় ফুটবলার জগদীশ ঘোষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামানুজ গাঙ্গুলী, রঞ্জন দাস, ছাত্রনেতা নজরুল ইসলাম, মেহেবুব আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন সেলিম সরকার। দু’দলের খেলাটি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা দারণভাবে উপভোগ করেন।