|
---|
নিজস্ব সংবাদদাতা: গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কেশপুরেও খেলা হবে দিবস উদযাপিত হল। এদিন কেশপুর লক্ষীনারায়ণ হাই স্কুল মাঠে কেশপুর ডেভেলপমেন্ট ব্লক এর উদ্যোগে চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেশপুর বিধায়ক একাদশ, কেশপুর ওসি একাদশ, কেশপুর বিডিও একাদশ, আনন্দপুর ওসি একাদশ ফুটবল টিম।
ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে চরম উন্মাদনা দেখা দেয়। টানটান উত্তেজনায় কেশপুর ওসি একাদশ বিজয়ী এবং আনন্দপুর ওসি একাদশ বিজিত হয়। উভয় দলকে সুদৃশ্য ট্রফি দিয়ে সম্মানিত করে কেশপুর ডেভেলপমেন্ট ব্লক। এদিন উপস্থিত ছিলেন কেশপুরে বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুর থানা ওসি অঞ্জনি কুমার তিওয়ারি, আনন্দপুর থানার ওসি সুবীর মাঝি, উত্তমানন্দ ত্রিপাঠী, সমাপ্তি রায়, চিত্তরঞ্জন গড়াই প্রমুখ।