খেলা হবে দিবস পালন করা হলো কাটোয়ার ওকড়সা উচ্চ বিদ্যালয়ের মাঠে

রাহুল রায়,কাটোয়া: কাটোয়া ২ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং কাটোয়া ২ব্লক যুব করণের পক্ষ থেকে খেলা হবে দিবস পালন করা হলো ওকড়সা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ। খেলা হবে দিবস উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুব্রত মজুমদার,পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধক্ষ্য কোরবান মিদ্দা,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য রফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা,কাটোয়া ২নং ব্লকের যুব কল্যাণ দপ্তরের আধিকারিক নুরুল আমিন মণ্ডল,সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,করুই গ্ৰাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী,ব্লকের যুব কল্যাণ দপ্তরের কর্মচারী দেবব্রত মজুমদার,রাজু সাহা। সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েত,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত,করুই গ্ৰাম পঞ্চায়েত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের ফুটবল খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করে।

    ফাইনাল খেলা হয় সিঙ্গি ও করুই। ব্লকের বিভিন্ন ক্লাবের সদস্যদের হাতে দুটো করে ফুটবল দেওয়া হয়। এক গোলে বিজয়ী হয় সিঙ্গি। পরাজিত হয় করুই। বাচ্চা শুরু করে এলাকার মানুষদেরকে চকলেট দেওয়া হয়। বিজয়ী ও পরাজিত দলকে টফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই খেলা দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিল।