|
---|
নিজস্ব সংবাদদাতা : বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ্ত বধুক আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই ক্রীড়া প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী মাহাত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছাত্র ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে জমে ওঠে ক্রীড়া প্রতিযোগিতা। সমগ্ৰ প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক গৌতম কুমার ভকত ও শ্রাবণী দোলই। আগামী ৩১ শে জানুয়ারী বিদ্যালয়ে সরস্বতী পূজার খাওয়া এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন গৌতম কুমার ভকত মহাশয়।