|
---|
আসমা খাতুন, খণ্ডঘোষ : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিশাল মিছিল সংগঠিত করলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস । খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে সিপ্টা থেকে সেহারাবাজার এর মিছিলে জনজোয়ারে রূপান্তরিত হয় । সি এ এ ,এন আর সি ,পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি ,সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই মিছিল গর্জে উঠে । হাজার হাজার দলীয় পতাকা ব্যানারে,ফেস্টুন কাট আউট সুসজ্জিত হয়ে বহু সাধারণ মানুষ পা মেলান ।অসংখ্য মহিলা তৃণমূল কর্মী সমর্থক কে মিছিলে হাঁটতে দেখা যায়।তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন ত্রিশ হাজারের বেশি মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন । অপার্থিব ইসলাম আরো বলেন খণ্ডঘোষ তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে প্রতিটি নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে জয় যুক্ত করে প্রমান করেছেন ।ব্লক সভাপতি আরো বলেন পূর্ব বর্ধমানে এই মুহূর্তে সব চেয়ে বড় মিছিল আমরা আয়োজন করেছি , হাজার হাজার মানুষের সৎস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে। মিছিলে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ছাড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অলোক মাঝি ,জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় ,ব্লক তৃণমূল যুব সভাপতি শুভেন্দু পাল সহ অসংখ্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ।ব্লকের প্রতিটি গ্রাম থেকে শত শত কর্মী সমর্থক অংশ নেয়।কেন্দ্রের বিজেপি সরকারের নীতিবিরোধী মিছিলে সাধারণ কর্মী সমর্থকদের এই অংশ গ্রহন কার্যত নজির সৃষ্টি করলো।