খণ্ডঘোষের ওমর ফারুক মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে রাজ্যে সপ্তম জেলার প্রথম

আসমা খাতুন ,খণ্ডঘোষ: মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা সৈয়দ ওমর ফারুক বাবা সৈয়দ আব্দুল্লাহ । 767 পেয়ে রাজ্যে সপ্তম স্থান দখল করেছে এবং পূর্ব বর্ধমানে প্রথম স্থান অর্জন করেছে । বর্ধমান হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে এই সাফল্য পেয়েছে বর্ধমান হাই মাদ্রাসা প্রতি বছর রাজ্যে খুবই ভালো স্থান দখল করে এবারও তার ব্যতিক্রম হয়নি । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বারসিলি গ্রামের এক বনেদি ফ্যামিলিতে ওমর এর জন্ম যদিও বর্তমানে শহর বর্ধমানে বসবাস শুরু করেছে তার পরিবার ।বাবা আব্দুল্লাহ শিক্ষক, দাদু পূর্ব বর্ধমানের একজন স্বনাম ধন্য আলেম মৌলানা আসাদ সাহেব । তবলীগ জামাতের জেলা জিম্মদার ছিলেন ।গোটা পরিবার ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার অসাধারণ মেল বন্ধন দেখা যায় ।ওমর ফারুকের চাচার ছেলে তালহা কয়েক বছর আগে উচ্চ মাধ্যমিক বোর্ডের খণ্ডঘোষের ওমর ফারুক মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে রাজ্যে সপ্তম জেলার প্রথম।