|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির রাইপুর গ্রামে একটি খড় বোঝাই ম্যাটাডোর গাড়িতে আচমকা আগুন লাগে। ঘটনার জেরে গাড়িতে মজুত খড় পুডে নষ্ট হলেও গ্রামবাসীদের প্রচেষ্টায় রক্ষা পায় ম্যাটাডোর গাড়িটি। বিদ্যুতের তারে ঘর্ষণ লেগেই ওই বিপত্তি বলে অনুমান করছেন গ্রামবাসীরা। তাছাড়াও অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক, খালাসী সহ কয়েকজন শ্রমিক। গ্রামবাসী সেখ শাহনাওয়াজ বলেন, শুক্রবার সাড়ে বোরোটা নাগাদ রাইপুর গ্রামে থেকে খড় বোঝাই করে ফিরছিল ম্যাটাডোরটি। গ্রামের মধ্যখানে আচমকা বিদ্যুতের তারে লেগে যায় গাড়ির উপরে থাকা খড়। ফলে আচমকা গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থেকে। গ্রামের ভিতরে এমন ঘটনায় হকচকিয়ে যায় তিনি। আগুন নেভাতে তিনি ফোন করে ডেকে আনেন কয়েকজনকে। এর পরই তড়িঘড়ি ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বালতি ও পাম্পের সাহায্য আগুন নেভানোর ব্যবস্থা করেন তাদের গ্রামের মানুষজন। ওই কাজে গ্রামের মহিলারাও সহযোগিতা করেছেন। তিনি বলেন, অধিকাংশ খড়গুলি পুডে নষ্ট হলেও গ্রামবাসীরা সহযোগিতায় রক্ষা পেয়েছে গাড়িটি। তার অনুমান বিদ্যুতের তারে ঘর্ষণে কারনে ওই আগুন লেগেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গলসি থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে ততক্ষণে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন।