|
---|
আয়ুব আলি, উওর ২৪পরগনা-খড়দহ ব্লক তৃনমূল কংগ্রেসের আয়োজনে খড়দহ খেলার মাঠে ১৭ ই এপ্রিল রবিবার ইফতার মজলিস অনুষ্ঠিত হল, উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়,খড়দহের বিধায়ক -রাজ্য মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্য যুব তৃনমূল সম্পাদক সায়নদীপ চট্টোপাধ্যায়, দমদম-ব্যারাকপুর সাংগঠনিক মহিলা সভানেত্রী সোনালী সিংহ রায়, খড়দহ পৌর প্রধান নিলু সরকার,ব্যারাকপুর পৌর প্রধান উওম দাস,পৌর পারিষদ নৌসাদ আলম, খড়দহ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলি পুরকাইত জানালেন এই মজলিস ছাড়াও এলাকার সমস্ত বাড়িতে ইফতার প্যাকেট পৌঁছে দেওয়া হয়