খড়ের পালুই-এ আগুন কড়ার ডাঙ্গা গ্রামে

আর এ মন্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তের ইন্দাস ব্লকের কড়ার ডাঙ্গা গ্রামের মুনসী গোলাম আসপিয়া (সবুজ) এর ৪টি বড়ো খড়ের পালুইয়ে গত ১৩ ফেব্রুয়ারি দুপুর দু’টো-র সময় হঠাৎই আগুন লাগা দেখা যায়। সর্ব মোট প্রায় ৪০ কাহন খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গোলাম আসপিয়া দিশেহারা হয়ে যান। গ্রামের মানুষদের কৃষি কাজে ব্যবহার করা সাধারণ পাম্প সেট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও আগুন আয়ত্তে আনা যায় নাই। অতঃপর বিষ্ণুপুরে (মহকুমা শহর) খবর দিলে ওখানের ফায়ার ব্রিগেড অফিস থেকে গাড়ি দ্রুত চলে আসে এবং অগ্নি নির্বাপক কর্মীদের তৎপরতা ও অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সমস্ত খড়ই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। গোলাম আসপিয়া জানান যে,- তার সব চাষের খড়ই নষ্ট হয়ে গেল।প্রায় ৯০হাজার টাকার খড় নষ্ট হয়েছে। এইজন্য চরম আর্থিক সংকটের মধ্যেও পড়লেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায় নাই।
ছবি–