ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে মন্ত্রী সুব্রত সাহা

রবিউল ইসলাম ও সামিম হোসেন,সাগরদিঘি : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি অঞ্চলের ঈশ্বরবাটি গ্রামের অগ্নি দূর্ঘটনায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রী সুব্রত সাহা মহাশয়। মন্ত্রীর সাথে ছিলেন অধ্যাপক সপ্তর্ষি সাহা, যুব সভাপতি কিসমত আলি ও ব্লক নেতৃত্ববৃন্দ।

    মঙ্গলবার হঠাৎ করে বাড়িতে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই দূর্ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কিছু আর্থিক ও ত্রাণ ( ত্রিপল, লুঙ্গি,চাল, শাড়ি ইত্যাদি) নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দেন মন্ত্রী। আগামীদিনে পরিবারটির দ্রুত পুর্নবাসনের জন্য আশ্বাস দেন মন্ত্রী।

    ছবি : সাহিন হোসেন