|
---|
নিশির কুমার হাজরা,বীরভূম: আজকে রথযাত্রা উৎসব। আজকের দিনে কোথাও খুঁটি পূজো ,আবার কোথাও দেবীর পাট পূজোর মধ্যে দিয়ে দূর্গাপূজোর প্রস্তুতি চলে আসছে প্রাচীন যুগ ধরে। সে রকমই চিত্র দেখা গেলো প্রতি বছরের ন্যায় এবছরও বীরভূমের রামপুরহাট শহরের, তরুণের আহ্বান ক্লাবে।
সকাল থেকেই খুঁটি-পূজো ও যাগ-যঙ্গের মধ্যে দিয়ে পূজো হয়। পঃ বঃ সরকারের কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী নিজে হাতে খুঁটি পোতেন। কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী জানান, ” এটি আমার পাড়ার ক্লাবের পূজো, প্রতি বছরই এই দিনটাতে আমি থাকি “।
পূজোর পর ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র- ছাত্রীদের কৃত্বি সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে ।