|
---|
বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার : একমাস পরে ই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, উমা আসছে বলে কথা, আর সেই তাকে কেন্দ্র করেই খুঁটি পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ২ নম্বর ব্লকে গোয়ানাড়া গোবিন্দ পুর নবারুণ সংঘ ক্লাব। সামনে বাঙালীদের প্রিয় উৎসব দুর্গা পুজো। ইতি মধ্যে ঢাকে কাঠি পড়েছে। শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। পাশাপাশি, মণ্ডপ সজ্জার শিল্পী সকলেই খুবই ব্যস্ত। দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের। এবার, আসন্ন দুর্গা পুজোকে সামনে রেখে ঢাক কাসর এবং মন্ত্রচরণের মাধ্যমে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল গোয়ানারা গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাব। এবছর ১৬ তম বর্ষে পদার্পণ করলো এই ক্লাবের পুজো। এদিন উপস্তিত ছিলেন এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ও ক্লাবের সভাপতি তথা অরুময় গায়েন,এই ক্লাবের সম্পাদক মিঠুন পাইক সহ আরও অন্যান্য সকল সদস্য প্রমুখ। এবছর তাদের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে রাখছে গ্রাম্য বাংলার পরিবেশ ফুটিয়ে তোলা। প্রায় লক্ষধিক টাকা ব্যয়ে এই বছর তাদের দুর্গা পূজার মণ্ডপ তৈরি করতে চলেছে এই ক্লাব। আলোর জাদুতে ভরিয়ে দিবে এলাকার শিল্পীরা। টুনি বাল্ব থেকে শুরু করে এলিডি ও পিক্সেল লাইট দিয়ে ফুটিয়ে তোলা হবে নানা ধরনের টুডি ও থ্রিডি মডেল বলে জানা যায়।