|
---|
আজাহার উদ্দিন : হুগলির খানাকুলের ১নং ব্লকের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সৌমেন মালিকের টিউমার ও দুটি কিডনি ধরা পড়েছে রিপোর্ট। আনুমানিক দশ লক্ষ টাকার প্রয়োজন।পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।এইরকম খবর পাওয়ার পর যুবকের কঠিন অসুখের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন আরামবাগের যুব নেতা তথা শিক্ষক শাহিদ ইমাম ওরফে মহারাজ।তিনি বলেন ওনাদের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করে সুচিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন আমি আমার সাধ্যমত কিছু সাহায্য করলাম।মানুষ হিসাবে মানুষের পাশে থাকার আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যবোধ বলে মনে করি।এছাড়া ও বিভিন্ন মানুষের কাছে সাহায্যের আবেদন জানান।শাহিদ ইমাম এর উদ্দোগকে সাধুবাদ জানান।