|
---|
আর এ মন্ডল : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ব্লকের “বর্ধমান হাই মাদ্রাসা (উ: মা:)” এর সভাকক্ষে আজ ২৩ সেপ্টেম্বর দেওয়া হলো সফল ছাত্র ছাত্রীদের কৃতি সংবর্ধনা। সম্বর্ধিত হয় ২০২২ এর মাদ্রাসা ফাইনাল এ সপ্তম স্থান অধিকার কারী সৈয়দ উমর ফারুক এবং সাফল্যের সাথে উত্তীর্ণা নাফিসা মিসবা ও আতিকা সুলতানা। উচ্চ মাধ্যমিকে যাদের সংবর্ধনা তারা হলো মরিয়ম খাতুন, জেসমিন খাতুন ও ইমরানা তাবাসুম। প্রধান শিক্ষক নওসাদ আলি সাহেব জানান যে,- জ্ঞান শিক্ষা অর্জনকারীদের উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার সেকেন্ড অফিসার হাসান পারভেজ, এলাকার বিশিষ্ট সমাজসেবী দিলীপ চক্রবর্তী,পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলি হোসেন মিদ্দ্যা, মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক মুহাম্মাদ উসমান গণি, সভাপতি আবু বাক্কার খান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণের মধ্যেও ফরিদুল ইসলাম মণ্ডল, মাওলানা আলাউদ্দিন, তাহমিদা খাতুন,রীতা চ্যাটার্জি, প্রতিমা বাসকি প্রমুখ ও ছাত্র ছাত্রীরা।অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সেখ নিজাম উদ্দিন।