মার্চে শুরু হচ্ছে তানবির কাজি’র চিত্রনাট্যে “কিশলয়”

মার্চে শুরু হচ্ছে তানবির কাজি’র চিত্রনাট্যে “কিশলয়”

     

     

     

     

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : নতুন বছরে আতিউল ইসলাম পরিচালিত “আরণ্যক ফিল্মস” প্রযোজিত “কিশলয়” সিনেমার শুটিং শুরু হচ্ছে এই মার্চে। শিশুদের সাইকোলজি, অভিভাবকদের নিজস্ব অদৃশ্য প্রতিযোগিতা এবং বর্তমান শিক্ষার বাস্তব দিক তুলে ধরে সমাজের চোখের কালো পর্দা সরিয়ে নতুন পথের দিশা দেখাতে একটি মৌলিক গল্পে তৈরি হবে “কিশলয়”। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।

    ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত, সুদীপ মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, অদ্রিজা মুখার্জি, বিবেক ত্রিবেদি, দেবরাজ মুখার্জি। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন অমিত মিত্র ও মসিউর রহমান। সংগীতশিল্পী হিসাবে আছেন ইন্দ্রানী ব্যানার্জি সহ আরও অনেকে। কার্যনির্বাহী পরিচালক হিসাবে থাকছেন তুষার চ্যাটার্জি।

     

    নিজের চরিত্র নিয়ে দেবলীনা দত্ত বলেন, আমি একজন সৎ, সাহসী উকিলের চরিত্র করছি। খুব সুন্দর গল্প। আশা রাখি “কিশলয়” সমাজকে অনেককিছু শেখাবে।

     

    এছাড়াও সিনেমার বিষয় নিয়ে ছবির চিত্রনাট্যকার তানবির কাজি বলেন, “কিশলয়” হল আমাদের সমাজের প্রতিটি ঘরের গল্প। আশা রাখি প্রত্যেকে নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবে।