|
---|
দেবাশিষ পাল,মালদা : লোকসভা নির্বাচন হতে আর দিন আটেক বাকি। এরই মাঝে গোটা জেলা জুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। উত্তর মালদা জুড়ে ব্যাপক প্রচার করে চলেছে তারা। সংগঠনের মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরী শংকর ঘোষ জানান, শুধুমাত্র উত্তর মালদায় নয় দক্ষিণ মালদার বিভিন্ন এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সংগঠনের কর্মী সমর্থকরা। বামনগোলা ব্লক থেকে শুরু করে হবিবপুর, পুরাতন মালদা,গাজল, রতুয়া ১ নম্বর ও রতুয়া ২ নম্বর ব্লক,চাঁচল ১ ও ২, হরিশচন্দ্রপুর ১ ও ২ নং ব্লকে প্রচার চলছে লাগাতার। কখনো বাড়ি বাড়ি, আবার কখনো বুথ মিটিং, আবার কখনো কর্মী সভা ও রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে জোর প্রচার চালাচ্ছে মালদা জেলা কৃষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেস। মূলত মালদা জেলা কৃষিনির্ভর জেলা উত্তর মালদা ও দক্ষিণ মালদা এলাকায় কৃষক ক্ষেত মজুরের সংখ্যা অনেকটাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক দরদি প্রকল্প গুলি কৃষকদের সামনে তুলে ধরে প্রচার করছে তৃণমূল কংগ্রেসের এই শাখা সংগঠন। নববর্ষের প্রথম দিনে সংগঠনের তরফ থেকে চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর,চরলমণি,রাণীদিঘী এলাকায় প্রচার করেন তৃণমূল খেতমজুর সেল।
মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরী শংকর ঘোষ এর নেতৃত্বে এইসব এলাকায় বুথ মিটিং ও বাড়ি বাড়ি প্রচার করে। মালদা জেলা কৃষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরী শংকর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর ও ও দক্ষিণ মালদার প্রার্থীদের জয়ী করতে মালদা জেলা জুড়ে লাগাতার প্রচার চালাচ্ছে সংগঠন।কর্মী সমর্থকরা দিনরাত এক করে প্রচার করছেন।