|
---|
রবিউল মন্ডল,নতুন গতি :
আজ 9ই ডিসেম্বর হাট আশুড়িয়া গ্রামে গৌরাঙ্গ লজে বড়জোড়া কিশলয় মিশনের প্রথম শিক্ষা মূলক সেমিনা অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দিক ই আকবর মিশনের সম্পাদক মহাশয়,সভাপতি মহাশয়,এবং পরিচালন কমিটির অন্যান্য সভ্য বৃন্দ।আরো ছিলেন বড়জোড়া কলেজ এর প্রফেসর রফিকুল রহমান সাহেব,এবং বিশিষ্ট সমাজসেবী আইয়ুব আনসারী সাহেব,এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকলে বর্তমান সময়ে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব এবং মুসলিমদের শিক্ষার উন্নতিতে জনাব মুস্তাক হোসেন সাহেবের GD র ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল মন্ডল।এলাকার মানুষের মধ্যে মুসলিম মিশনারি শিক্ষা সম্মন্ধে স্পষ্ট ধারণা তৈরি হয়।