|
---|
সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) : চন্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত অধীনে কিশোর উৎসব ২০২৫ পয়লা জানুয়ারি শুরু হলো। সকাল সাত ঘটিকায়। কোরআন শরীফ পাঠের পর পতাকা জাতীয় পতাকা উত্তোলন এছাড়া জামায়াতে ইসলামী হিন্দের শাখা সিআইও চিলড্রেন ইসলামিক ইসলামিক অর্গানাইজেশন পরিচালিত শিশু কিশোর উৎসব শুরু হয় সকাল সাতটায়। প্রসঙ্গত ৩৫০ জন কিশোর কিশোরী ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।১৬ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় কিশোর কিশোরীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী হিন্দের হুগলি জেলার হুগলি জেলার সভাপতি সৈয়দ মোহাম্মদ সাইফুল্লাহ এছাড়াও ভগবতীনাথপুর নবাবপুর শাখার আব্দুল আজিজ মল্লিক। হুগলি জেলার এস আই ওর শেখ মিনহাজুর রহমান এছাড়া ভগবতীপুর নবাবপুর জামায়াতে ইসলামের দায়িত্বশীল শেখ সাদিক আলী এবং সকল কর্মীবৃন্দ জামায়াতের। প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কারীদের পুরস্কৃত করা হয়। এক কথায় বলে দিতে পারে সারাদিন অনুষ্ঠানের অনুষ্ঠান ভালোভাবেই সমাপ্ত হয়েছে। সুচারুভাবে অনুষ্ঠান পরিচালনা করেন জামাআতের ইসলামের কর্মী বৃদ্ধ এছাড়া শিক্ষক অর্জুন মহাশয়। নবাবপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের মাঠে ।