|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : দ্বাদশ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিসমতগাদী রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিতে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি,গজল, নৃত্য, সংগীত, নাটিকা, বিজ্ঞান প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। কিসমতগদী রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমির কর্ণধার লতিফুর খাবির জানান ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে আমরা প্রতিবছর এই ধরনের সাংস্কৃতিক আয়োজন করে থাকি, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদনাপুর গভমেন্ট কলেজের প্রফেসর আব্দুল মোতালেব, স্বদেশ রঞ্জন দাস, অজয় দাস, প্ৰমুখ সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন লক্ষণ দাস ও মঙ্গলচন্দ্র দাস।