|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের।
প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। প্রথম ১০ থেকে ১১ ওভারের মধ্যেই অর্ধেক দল প্যাভিলিয়নে চলে যায়। মহেন্দ্র সিংহ ধোনির দুর্দান্ত ৩৮ বলে ৫০ রানের সুবাদে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রানে পৌঁছয়।
জবাবে রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতা। মধ্যিখানে ডোয়েন ব্র্যাভোর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে চেন্নাই। তবে অবশেষে চেন্নাই কলকাতার মাত্র ৪জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরাতে পারলো। ৯ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
ম্যাচের সেরা হন উমেশ যাদব।