|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১৬ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হয়। একতারা অঞ্চলের অন্তর্গত সাধুঘর দাড়ি মিলন সংঘের পরিচালনায় রবিবার খেলা হবে দিবস উপলক্ষে সাধারণ মানুষের উৎসাহ দিতে এক নক আউট ধাপাস বল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতারা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি ফেলুরাম হালদার,একতারা অঞ্চলের সাধারণ সম্পাদক অমলেন্দু ঘাটা, হাজী মোবারক মোল্লা সহ আরো অনেকে। খেলার আগে জাতীয় সংগীতের পরেই খেলা শুরু হয়,সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।