|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলী জালাবেরিয়ার ডক্টর বি আর আম্বেদকর কলেজ প্যাভিলিয়নে দুই দিবসীয় নকআউট পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ গ্রহণ করেন ১৬ টি বাছাই করা দল। কুলতলিতে এই প্রথম এক অসাধারণ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাবুর চক সবুজ সংঘ। খেলা উদ্বোধনে এসেছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল ও কুলতলির বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ অসংখ্য মানুষ জন। পর্যাপ্ত মাক্স স্যানিটাইজারের ব্যাবস্থা থাকলেও অসংখ্য ক্রীড়া প্রেমিক মানুষের ঢল চোখে পড়ার মতো। এই খেলা পরিচালনা করেন আবুল ফারাক লস্কর,সুব্রত দাস,মতিয়ার রহমান,তাপস মণ্ডলেরা। এই টুর্নামেন্টে কলকাতার স্বনামধন্য জাতীয় ক্লাব এর খেলোয়াড়রা অংশগ্রহণ করেন যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, পিয়ারলেস সহ একাধিক দলের খেলোয়াড়রা। ক্লাব কর্মকর্তা শিক্ষক আতিকুর রহমান খাঁন তিনি এক সাক্ষাৎকারে বলেন দীর্ঘদিন ধরে চলা লকডাউনের জাঁতাকলে সাধারণ মানুষের আনন্দ বিনোদনের মুহূর্ত উপহার দিতে কর্মকর্তাদের এই মুহূর্তের প্রয়াস। বিশেষ করে খেলাধুলা একেবারেই না থাকায় পিছিয়ে পড়া এই সুন্দরবন বাসী বিগত দিনের ইয়াসের তাণ্ডবের পরে সাধারণ মানুষের মনে একটু আনন্দ বিনোদনের মুহূর্ত তুলে দিতে নকআউট পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। কুলতলী ডঃ বি আর আম্বেদকর কলেজ মাঠে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ার মতো । কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এবং তার প্রতিটি অঞ্চলের অঞ্চল নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব সাধারণ মানুষজন চোখে পড়ার মতো। বর্তমান পরিস্থিতিতে মানুষের উচ্ছাস আবেগকে মান্যতা দেওয়ায় সোশ্যাল ডিসটেন্স মানা যায়নি। মানুষের আবেগকে ঠেকানো সম্ভব হয়নি এমনি সংগঠনের কর্মকর্তারা জানান অঞ্চলের সর্ববৃহৎ ফুটবল নকআউট পর্যায় ফুটবল টুর্নামেন্ট। আর যা দেখতে স্থানীয় বাসিন্দা সহ দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন। আগামী দিনে বিধায়ক কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন বিধায়।