| |
|---|
নতুন গতি, মানিকচক: যুবসমাজের মধ্যে ক্রীড়ার বিকাশ , উন্নয়নের লক্ষ্যে সহিদুর রহমান মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ৭ম বর্ষে পদার্পণ করল । বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই ক্রিকেট টুর্নামেন্ট নজর কাড়ে মানিকচক শিক্ষা নিকেতন ময়দানে । মাত্র ২৩ বছর বয়সে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রতিভাবান ক্রিকেটার সহিদুর রহমান । প্রতি বছর তার স্মৃতিতে টুর্নামেন্ট আয়োজন করা হয় । এবার জেলার ৮ টি দল এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে । এদিন ধানগাড়া নবারুণ সংঘ ও মানিকচক কালপুরুষ ক্লাব ক্রীড়ার ফাইনাল মুখোমুখি হয়। এদিন চ্যাম্পিয়ন দল কাল পুরুষ ক্লাবকে ট্রফি ও দশ হাজার টাকা অর্থমূল্য, রানার্সআপকে সাত হাজার টাকা ও ট্রফি স্বারক উপহার তুলে দেন উদ্যোগতারা । উপস্থিত ছিলেন মানিকচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক, মানিকচকের প্রয়াত প্রাক্তন বিধায়ক রামপ্রবেশ মণ্ডলের পুত্র সমাজসেবী ও যুবনেতা বিশ্বজিত মন্ডল । বিশ্বজিত মন্ডল ভাষণে বলেন, এই ক্লাবের সম্পাদক চঞ্চল সাহা , মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল হলেন ক্লাবের সভাপতির অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনায় নিহত সহিদুরের স্মৃতিতে প্রতি বছর ক্রীড়া আয়োজিত হয় । উৎসাহ ও উদ্দীপনার দেখে খুশি হয়েছি ।


