|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মঙ্গলবার বীরভূমের কাঁকড়তলা থানার হজরতপুর কালীঘাট ক্লাব এ্যাকাডেমী দলের কোচ তাপস মন্ডলের উদ্যোগে,এবং হজরতপুর ক্রিকেট এ্যাকাডেমীর ব্যাবস্থাপনায় ও স্থানীয় তৃনমূল নেতা প্রলয় ঘোষের সহযোগিতায় ৮টি দলকে নিয়ে নক আউট ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
খেলার মাঠে তৃনমূল নেতৃত্ব সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিগন বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন যে,শরীর চর্চায় শরীর নীরোগ থাকে,মন ভালো থাকে,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,একে অপরকে চিনতে পারে এবং বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়া ছাড়াও খেলায় নানান ভাবে উপকারিতা পাওয়া যায়।
গ্রামীণ এলাকায় এরূপ নক আউট ক্রিকেট খেলার আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান সকলে।
এদিন কাঁকরতলা থানার ওসি শামিম খান ব্যাট হাতে মাঠে নামেন এবং বল মেরে খেলার শুভ সূচনা করেন।চুড়ান্ত খেলায় বিজয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে দশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
এছাড়াও বেষ্ট ব্যাটসম্যান, বেষ্ট বোলার,ম্যান অফ দি টুর্ণামেন্ট সহ ফাইনালে ওঠা সমস্ত খেলোয়ারদের পুরস্কৃত করা হয়।উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ও সি শামিম খান,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,হজরতপুর পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাস,খেলার উদ্যোক্তা তাপস মন্ডল,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সম্পাদক মৃনাল কান্তি ঘোষ,তৃনমূল নেতা প্রলয় ঘোষ,হজরতপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির সদস্য সহ ক্রীড়া প্রেমী মানুষজন ।