কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

আয়ুব আলি,উওর২৪পরগনা : বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, এই কালজয়ী কবিতার স্রস্টা কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ‘ স্বর রুপান্তর’ ও ‘ লেখা দিয়ে রেখাপাত’ রবিবার ২৭শে নভেম্বর উওর২৪পরগনায় নৈহাটি পৌরসভা র ঐকতান প্রেক্ষাগৃহে সমরেশ বসু কক্ষে অনুষ্ঠিত হল,কবিকে স্মরণ করে আবৃত্তি সংস্থা ,স্বর রুপান্তর, গুঞ্জন, বঙ্কিম স্মৃতি সঙ্ঘ, চুঁচুড়া ছন্দতীর্থ, কবির কবিতার কোলাজ আবৃত্তি ও‌ একক আবৃত্তি করেন জয়ন্ত কুমার ঘোষ এবং কবির জীবনীর উপর আলোকপাত ও যতীন্দ্রমোহন বাগচী স্মরন সঙ্খা – ‘মিসঠিমুখ’ প্রকাশ করেন প্রীতম ভট্টাচার্য , সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজিত সংস্থার সম্পাদকদ্বয় উজ্জ্বল গোস্বামী ও মৃন্ময় মুখোপাধ্যায়।