|
---|
নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট চিকিৎসক, কবি ও শিক্ষক এবং ‘যুগধারা’ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাসের কুড়িতম কাব্যগ্রন্থ ‘হৃদয় তোমার চোখের পাতায়’ এবং একুশতম কাব্যগ্রন্থ ‘তোমার ও নয়নের আলো’ প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল গত ৮ ডিসেম্বর রবিবার, নদীয়ার চাপড়া শিশু নিকেতন স্কুলে। সকাল নটায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন কবি নজরুল ইসলাম বিশ্বাস। কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করে সংক্ষিপ্ত ভাষণ দেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় ও কবি হজরত আলী। বইটি সম্পর্কে মূল্যবান আলোচনা করেন ড. কুতুবউদ্দিন বিশ্বাস, অরুণকুমার চক্রবর্তী, কুতুব আহমেদ, গোপালকৃষ্ণ দাস, আজিজুল হক মন্ডল, দুলালচন্দ্র সরকার প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মাজহারুল আনোয়ার শাহিন ও মুস্তাকিম শেখ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশনের পাশাপাশি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাধন পাত্র।