কবি নজরুল ইসলাম বিশ্বাসের ১৫ তম কাব্যগ্রন্থ প্রকাশিত হল চাপড়ায়

নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট কবি নজরুল ইসলাম বিশ্বাসের ‘সাধের স্বাধীনতা’ নামক কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল আজ ২২/৫/২০২৪ বুধবার। নদীয়া জেলার চাপড়া থানার শ্রীনগরে অবস্থিত চাপড়া পাট ব্যবসায়ী সমিতির হলে (সমিল সন্নিকটে) এই গ্রন্থটির আবরণ উন্মোচন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী সুরঞ্জন মন্ডল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী বিকাশ মন্ডল। অনুষ্ঠানে সংক্ষিপ্ত স্বাগত ভাষণ দেন কবি নজরুল ইসলাম বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন সুরঞ্জন মন্ডল, বিকাশ মন্ডল এবং অনুষ্ঠানের সঞ্চালক ও শিক্ষক দুলালচন্দ্র সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নতুন গতি’ পত্রিকার সাংবাদিক কুতুব আহমেদ, উজ্জ্বল বাগচী, সমাজসেবী-সংস্কৃতিপ্রেমী মুস্তাকিম সেখ ও শামীম মন্ডল প্রমুখ বিশিষ্টজনেরা।

    কবি নজরুল ইসলাম তাঁর স্বাগত ভাষণে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্যদিকে শিক্ষক বিকাশ মন্ডল বলেন, “এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত বোধ করছি। নজরুল ইসলাম আমার ছাত্র। ছোটবেলা থেকেই তাঁর কবি প্রতিভার প্রকাশ ঘটেছে। সবকিছু সামলে যেভাবে তিনি একটার পর একটা মননশীল কাব্যগ্রন্থ আমাদের উপহার দিয়ে চলেছেন তাতে আমরা সমৃদ্ধ হচ্ছি। তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার।”
    অন্যদিকে শিক্ষক সুরঞ্জন মন্ডল বলেন, “নজরুলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি ছোটবেলা থেকেই তাঁকে চিনি। তার প্রতিভা দিয়ে তিনি প্রতিনিয়ত সমাজকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর এই লেখনী সচল থাকুক। আরও অনেক অনেক লেখা তিনি আমাদের উপহার দিন, এই কামনা করি।”
    সঞ্চালক দুলালচন্দ্র সরকার আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।