|
---|
নিজস্ব প্রতিনিধি:- হুগলি জেলার ধনিয়াখালির হিরন্যবাটী গ্রামে বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক নেতৃত্ব রওশন আলি মল্লিকের মধ্যম পুত্র কবি ও সংগীতশিল্পী গ্রামান্তর পত্রিকার সম্পাদক নাসের মল্লিক ১৯ মে সোমবার সকাল ৯টায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, পুত্র, কন্যা, দাদা, ভাই, বোন, ভাইপো, ভাইঝি ও অগনিত গুনমুগ্ধ ভক্ত। তাঁর বড়দাদা বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবী নৌশাদ মল্লিক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এলাকার বহু জনহিতকর কাজের সাথে যুক্ত ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করে বহু সংস্থা পরিবারকে সমবেদনা জানান।