কবি সাহিত্যিকদের লেখা বই তুলে দিতে বর্ধমানে এলেন বাংলাদেশের কবি কাজী নূর

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : প্রানের টানে বর্ধমানে এসে বিশেষ সম্মানে ভুষিত হলেন ওপার বাংলার ভারত সীমান্তবর্তী যশোর জেলার কবি তথা “বিদ্যোহী সাহিত্য পরিষদ” এর কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী নূর। বর্ধমানের দক্ষিণ দামোদর প্রেস ক্লাবে তাকে সম্মাননা দেবার আয়োজন করেন পূরের কলম পত্রিকার জেলা সাংবাদিক তথ ক্লাবের সম্পাদক সফিকুল ইসলাম। তাকে ফুল উত্তরিয় দিয়ে বরন করে নেন চিত্র সাংবাদিক আজিজুর রহমান। পাশাপাশি সাংবাদিক সফিকুল ইসলাম ও রমজান আলির লেখা ” দুই রাসবিহারী” বইটি তুলে দেন তারা। “বিদ্রোহী সাহিত্য পরিষদ’ এর মহান বিজয় দিবস সংখ্যা ২০২১ ‘বিদ্রোহী’ তে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গে বেশকিছু কবি, সাহিত্যিকদের লেখা প্রকাশিত হয়েছিল। যাতে স্থান পায় বর্ধমান জেলার সাংবাদিক আজিজুর রহমানের স্কুলের স্মৃতি নামক কবিতাটি। যাতে আজিজুর রহমান স্কুল জীবনের বন্ধুদের কথা তুলে ধরেছেন। মুলত ওই বইটি আজিজুর রহমানকে তুলে দিতে কাজী নূর এপার বাংলার বর্ধমানে আসেন। তাছাড়াও তার পূর্ব পুরুষরা বর্ধমান জেলার বাসিন্দা ছিলেন। সেই পুরনো মাটির টান তাকে বাব বার বর্ধমানে টানায়। এখানে এসে সাংবাদিক সফিকুল ইসলাম ও চিত্র সাংবাদিক আজিজুর রহমানের আন্তরিক আপ্পায়নে মুগ্ধ হন তিনি। তাদের প্রকাশিত বইটিতে পশ্চিমবঙ্গের সাংবাদিক আজিজুর রহমান, ছাড়াও সাংবাদিক সিদ্ধার্থ সিংহ, কবি মহিতোষ গায়েন, কবি মহুয়া ব্যানার্জি, কবি রমা চক্রবর্তী ছাড়াও বেশ কিছু কবি, সাহিত্যিকের লেখা স্থান পেয়েছে বলে জানা গেছে। তাকে কাছে পেয়ে তার হাতে নিজের ও রমজান আলির লেখা দুই রাসবিহারী বইটি তুলে দেন পুবের কলম পত্রিকার জেলা সাংবাদিক তথা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক সফিকুল ইসলাম।