কবি তীর্থ চুরুলিয়ায় দোলনচাঁপার অনুষ্ঠানে উপাচার্যের উজ্জ্বল উপস্থিতি

লুতুব আলি, নতুন গতি :  চুরুলিয়ায় দুইদিনব্যাপী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করল দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। এই বর্ণময় অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার, কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী। পৌরহিত্য করেন উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র বর্ষীয়ান কাজি রেজাউল করিম। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর নজরুল একাডেমীকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। তাই চুরুলিয়াবাসী এই বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকেন। কবিতীর্থ চুরুলিয়ার অধিবাসীদের স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা আছে এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে সমন্বয় সাধন করে কবির আদর্শকে রূপ দিতে। উপাচার্য আর ও বলেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন খুবই সদর্থক ভূমিকা পালন করে চলেছে। সোনালী কাজী বলেন, মাননীয় উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত গুণী মানুষ ও নজরুল প্রেমিক। দুদিনের এই অনুষ্ঠানে বাংলাদেশ, আসাম ত্রিপুরা থেকে নজরুল প্রেমী মানুষেরা ছুটে এসেছিলেন। কবিকে একটু ছুঁয়ে থাকবেন বলে। অনুষ্ঠানে তিনজনকে নজরুল রত্ন দেওয়া হয়। প্রাপকরা হলেন : কাজী নিজাম উদ্দিন, অশোকা গুপ্ত, কুমকুম সেনগুপ্ত। এলাকার চারটি বিদ্যালয়ের ১২ জন কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিন সজল ভট্টাচার্য, রেজিস্টার চন্দন কোনার, মুখ্য গ্রন্থাগার িক বিশ্বজিৎ সাহা, বাংলাদেশ থেকে আগত জাহান বশির, আসাম থেকে রমা পুরকায়স্থ, রবীন্দ্র চর্চা কেন্দ্র, বাতায়ন, অন্বেষা, সুরস, সুরশ্রী। কবিতায় ছিলেন সুচন্দ্রিতা চক্রবর্তী, মৃণালিনী ভট্টাচার্য, সৈয়দ নিতি, প্রিয়াঙ্কা মাঝি, অভিজিৎ চন্দ, দুলাল মন্ডল। নৃত্য পরিবেশনায় ছিলেন কলতান দত্ত, অর্পিতা বরাট, রাইসা কাজী। সংগীত পরিবেশন করেন শম্পা ভট্টাচার্য, ঝোতু খানা ভৌমিক, সৌমি ব্যানার্জি, সীমা রায়, সুভ্রা চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোনালী কাজী, ড. কে কাজী। সহযোগিতায় ছিলেন চুরুলিয়া বাসিবৃন্দ।