|
---|
সুর ইসলাম,মেমারি : ২৮ আগষ্ট, পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত কবিতা সন্ধ্যার চলমান নিরবচ্ছিন্ন মাসিক সাহিত্য সভার ৪৫১ তম সাহিত্য সভাটি ২৮ আগষ্ট রবিবার বিকাল চারটায় বর্ধমানের গুডশেড রোডে অবস্থিত জাগরী হলে অনুষ্ঠিত হয় । প্রতি ইংরাজী মাসের শেষ রবিবার নিরবচ্ছিন্ন ভাবে অনুষ্ঠিত হয়ে চলা কবিতা সন্ধ্যার এই সাহিত্য সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাহিত্য প্রেমী,কবি, গীতিকার, সাহিত্য সেবক আবু মনিরুদ্দিন চৌধুরী এবং অভিযান গোষ্ঠীর কর্ণধার ও অর্ধশতাধিক বর্ষ তথা সুবর্ণ জয়ন্তী বর্ষের পথে এগিয়ে চলা ঐতিহ্যশালী বর্ধমান বইমেলার অন্যতম উদ্যোক্তা তথা কর্ণধার নিরুপম চৌধুরী। এছাড়া মঞ্চাসীন ব্যক্তিগণ হলেন কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে এবং সভার আহ্বায়ক তাপস ভূষণ সেনগুপ্ত।প্রায় অর্ধশতাধিক কবি-সাহিত্যিক কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশনের সঙ্গে আলোচনা ,বক্তব্যে মুখরিত হয়ে ওঠে বৈকালিক এই মহতী সাহিত্য সভা। উপরিউক্ত গুণীজন ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মজুমদার,রুনু সাম, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুবীর রায়, মোমিনুল ইসলাম,দীপেন্দ্র নাথ শীল, সুফি রফিক উল ইসলাম, সেখ হাসানুজ্জামান, কুমুদ বন্ধু নাথ,লক্ষণ দাস ঠাকুরা,ক্ষেত্রনাথ দে, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, অশোক কুমার বর্মন,রাম আশিস মুখার্জী,সায়ন্তী হাজরা,তন্দ্রা মুখার্জী, দেবশ্রী চ্যাটার্জী পাল, সবিতা চ্যাটার্জী, করবী রায়,মানস দত্ত, সৌম্য পাল, সুভাষ বসু, আব্দুল মজিদ, নারায়ণ চন্দ্র পাল, চিরঞ্জীব ঘোষ, গোপাল দাস, চৈত্র কুমার প্রামাণিক প্রমুখ।