|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি: ৩০ এপ্রিল,১৯৮৭ সাল থেকে পথ চলা শুরু করা বর্ধমানের সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৫৯ তম মাসিক সাহিত্য সভা ৩০ এপ্রিল রবিবার বর্ধমানের প্রবীন বরিষ্ঠ নাট্যকর্মী তথা নাট্য ব্যক্তিত্ব ও কবি দীপেন্দ্রনাথ শীলের ইছলাবাজার এর বাড়িতে অনুষ্ঠিত হয়। হালকা ঝড়-বৃষ্টি বিঘ্নিত বৈকালিক এই সাহিত্য সভায় উপস্থিতি অল্পসংখ্যক হলেও মধুর পরিবেশে মনোজ্ঞ সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, সম্পাদক কুশল দে,সভার আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব দীপেন্দ্রনাথ শীল এবং অনুষ্ঠান সঞ্চালক সুব্রত মজুমদারের উপস্থিতিতে প্রবীন বরিষ্ঠ কবি সুষমা মিত্র, কল্পনা রায়, সায়ন্তী হাজরা, সুবীর রায়,মানস দত্ত,তাপস ভূষণ সেনগুপ্ত, সুভাষ বসু, সুকুমার মালিক, সৌম্য পাল, সুফি রফিক উল ইসলাম প্রমুখ এই মহতী সাহিত্য সভায় উপস্থিত হয়ে কবিতা পাঠ, আলোচনা,বক্তব্য এবং সংগীত প্রভৃতির মধ্য দিয়ে একে অপরকে সমৃদ্ধ করে তোলেন। কবিতা সন্ধ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সভাপতি দুই প্রয়াত গুণী ব্যক্তিত্ব তথা কবিতা সন্ধ্যার প্রাণপুরুষ অজিত ভট্টাচার্য্য এবং ড: মিহির চৌধুরী কামিল্যা এই দুই প্রয়াত ব্যক্তিত্বের উপর আলোকপাত করা হয়।