কবিতা সন্ধ্যার ৪৬৬ তম সাহিত্য সভা নীলপুরে

আলিফ ইসলাম, মেমারি : ২৬ নভেম্বর, বর্ধমানের কবিতা চর্চার অন্যতম পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৬৬ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল কবি নারায়ণ চন্দ্র পালের আহ্বানে নীলপুর তরুণ সংঘের সভ্য ও সদস্যগণের ঐকান্তিক প্রচেষ্টায় নীলপুর তরুণ সংঘের মঞ্চে প্রায় অর্ধ শতাধিক কবি ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই মহতী সাহিত্য সভায়। মনোরম পরিবেশে কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত বক্তব্য পরিবেশিত হয় এদিন রবিবার ২৬ নভেম্বর। কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, সম্পাদক কুশল দে, এবারের আহ্বায়ক বর্ষীয়ান কবি নারায়ণ চন্দ্র পাল, দেবাশিস মহান্তি, কুমুদ বন্ধু নাথ প্রমুখের উপস্থিতিতে বর্ষীয়ান দীপেন্দ্রনাথ শীল, চিরঞ্জীব ঘোষ, সুবীর রায়, সেখ মহম্মদুল হক, ডাঃ সেখ সাবের আলি, সেখ জাহাঙ্গীর,তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, রুণু শাম,কল্পনা রায়, নমিতা রাউত,করবী রায়, দীপা কুমার, সায়ন্তী হাজরা, তারা সরকার, কানাই লাল বিশ্বাস, সুফি রফিক উল ইসলাম, সৌম্য পাল, সুব্রত মজুমদার, মানস দত্ত, বরুণ মজুমদার,কমলেন্দু পাল,সব্যসাচী বক্সী, ক্ষেত্রনাথ দে, চৈত্র কুমার প্রামানিক, অশোক সরকার, রথীন পার্থ মন্ডল, সুকুমার মালিক, সুদীপ বাগ, বিকাশ বিশ্বাস, দিলীপ মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেক কবি ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব কে তাঁর নিজস্ব পরিবেশনের পরে এদিনের আহ্বায়ক নারায়ণ বাবু স্বয়ং একটি করে গোলাপ ফুল অর্পণ করে সন্মাননা প্রদান করেন। ১৯৮৭ সাল থেকে কবিতা সন্ধ্যার সাহিত্য সভা প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়ে চলেছে। এদিনের সাহিত্য সভার সঞ্চালনায় ছিলেন সুব্রত মজুমদার, রুণু শাম এবং মানস দত্ত।