|
---|
সুর ইসলাম,মেমারি : ৩০ অক্টোবর,বর্ধমানে সাহিত্য চর্চার অন্যতম সেরা পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৫৩ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমানের খাজা আনোয়ার বেড় এ অবস্থিত প্রামাণিকদের দুর্গামন্দির প্রাঙ্গনে। কর্ণধার কবি চৈত্র কুমার প্রামাণিক এর আহ্বানে এবং কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী, সম্পাদক কুশল দে এবং মূল সঞ্চালক সুব্রত মজুমদারের উপস্থিতিতে বৈকালিক এই ঘরোয়া সাহিত্য সভাটি এক অন্য মাত্রা নিয়ে আসে, সাহিত্য সভার সঙ্গে বিজয়া সন্মিলনীও পালিত হয়। বর্ষীয়ান কবি লক্ষী নারায়ণ আদিত্য,লক্ষণ দাস ঠাকুরা, কল্পনা রায়, রুনু শাম, সুভাষ বসু, নারায়ণ চন্দ্র পাল,সেখ হাসানুজ্জামান, সৌম্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, বুদ্ধদেব মুখার্জী, সুফি রফিক উল ইসলাম,করবী রায়,তাপস ভূষণ সেনগুপ্ত, বিউটি সান্যাল,মধুছন্দা দাশগুপ্ত,গুরুপদ সাঁতরা, অশোক সরকার,রাম আশিস মুখার্জী, মানস দত্ত, পার্থসারথি ব্যানার্জী প্রমুখ প্রায় অর্ধশতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।